অধিকাংশের মতো আমারও এডমিশন জার্নি শুরু হয় নানা দ্বিধা দ্বন্দ্বের মধ্য দিয়ে। কোন বই পড়বো, কিভাবে পড়া শুরু করবো,ঠিক কতটুকু পড়বো—দ্বিধার যেন আর অন্ত নেই!এতসব কনফিউশনের মাঝেও সিনিয়রদের পরামর্শ, পূর্বের রেজাল্ট পর্যবেক্ষণের মাধ্যমে যে বিষয়ে নিশ্চিন্ত ছিলাম তা হলো "ফোকাস" । প্রায় সবার কাছেই শুনতাম,মানবিকের ভর্তি প্রস্তুতির জন্য ফোকাস অতুলনীয়;ফোকাসের সাথে যুক্ত হওয়ার পর তা পুরোপুরি অনুধাবন করলাম। ফোকাসের পরিচালক ভাইয়েরা যেভাবে এডমিশনের পুরোটা সময় নিজের পরিবারের মতো পাশে থেকেছেন তা হয়তো অন্য কোথাও সম্ভব হতো না।ফোকাসের শিক্ষকগণও অত্যন্ত অভিজ্ঞ। উনারা প্রত্যেকটি টপিক অত্যন্ত সুন্দর ভাবে ক্লাসে উপস্থাপন করতেন।এছাড়াও সলভ ক্লাসের মাধ্যমে আমাদের সমস্যা গুলো সমাধানের ব্যবস্থা করতেন।যে বিষয়টা না বললেই নয় তা হলো ফোকাসের লেকচার শিট।প্রতিটি টপিকের সাজানো গোছানো বিশ্লেষণের দিক থেকে শিটগুলো অসাধারণ এবং অনবদ্য। এডমিশনে ভালো ফলাফলের জন্য শুধু এই শিট গুলো ভালোভাবে শেষ করা-ই যথেষ্ট। সর্বোপরি, ফোকাস শুধু একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নয়, ফোকাস শিক্ষার্থীদের জন্য একটি পরিবার।